দিঘাট্রিপ.কম : ঘূর্ণিঝড় বুলবুল আসার জন্য গত দু’দিন ধরে দীঘার সমূদ্রে পর্যটকদের স্নানে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল স্থানীয় পুলিশ প্রশাসন। রবিবার সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই সমূদ্রে স্নানে নেমে অসতর্ক ভাবে জলে ডুবে মৃত্যু হল এক পর্যটকের।
পুলিশ জানিয়েছে মৃত সঞ্জয় নস্কর (৪৫)। তার বাড়ি দক্ষিন চব্বিশ পরগনার পাটুলিয়া থানার বাঘাযতীন গ্রামে। তিনি জলে ডুবে যাচ্ছেন দেখে বন্ধুরা চিৎকার জুড়ে দিলে কর্তব্যরত নুলিয়ারা জলে ঝাঁপিয়ে তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে আটজন বন্ধুর দিঘায় বেড়াতে এসেছিল। তাঁরা দিঘার একটি বেসরকারী হোটেলে এসে ওঠে। রবিবার সকালে বন্ধুরা মিলে ওল্ড দিঘার সি ঘোলা ঘাটের সমুদ্রে স্নান করতে নামেন। স্নান করার আচমাই তলিয়ে যান সঞ্জয়।
তাঁকে যখন উদ্ধার করা হয় তখন তাঁর মুখ থেকে গাঁজলা উঠছিল বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। তবে ওই যুবকের মৃত্যু হয়েছে জানার পরেই তাঁর বন্ধুরা মৃতদেহটি ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।