দিঘাট্রিপ.কম : রবিবার ছুটির আমেজে দিঘায় বেড়েছে পর্যটকের ভীড়। আর তারই মাঝে একে একে পর্যটকের মৃত্যু মিছিল চলছে দিঘার সমূদ্রে। এদিন দুপুর নাগাদ ওল্ড দিঘায় এক পর্যটকের মৃত্যুর পর বিকেল নাগাদ নিউ দিঘা সংলগ্ন সমূদ্রে আরও এক পর্যটক জলে ডুবে প্রাণ হারিয়েছেন।
মৃত পর্যটকের নাম ইন্দ্রনীল মজুমদার (৪২)। তাঁর বাড়ি উত্তর২৪ পরগনার বারাসাতের কুলপুকুরের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ৫জন বন্ধু মিলে দীঘায় বেড়াতে আসেন ইন্দ্রনীলবাবু। তারপরে নিউ দীঘাযর একটি বেসরকারি হোটেলে ওঠেন তাঁরা।
রবিবার দুপুর নাগাদ নিউ দিঘার ক্ষণিকা ঘাটে স্নানে নামেন ওই পর্যটকরা। সমুদ্রে স্নান করার সময় আচমকাই তলিয়ে যেতে থাকেন ইন্দ্রনীলবাবু। বন্ধুকে তলিয়ে যেতে দেখে বাকিরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে পুলিশ ও নুলিয়ারা ছুটে আসে।
জীবনের জুকি নিয়ে সমুদ্রের ঝাঁপ দেয় নুলিয়ারা। ওই পর্ষটককে উদ্ধার করে দিঘা হাসপাতালের নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। পরপর দুই পর্ষটকের মৃত্যুর ঘটনায় বেড়াতে আসা পর্যটকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।