চন্দন বারিক, দিঘাট্রিপ.কম : শনিবার সকালে নিউ দিঘার একটি হোটেলের ঘর থেকে ওই হোটেলেরই মালিকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তি সুব্রত সরকার (৬৬) হাওড়ার শিবপুরের বাসিন্দা।
খবর পেয়ে দিঘা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু তা ঘিরে রহস্য দানা বেঁধেছে বলে প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে।
হোটেল সূত্রে খবর, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। এবং তিনি নিজেই ওই হোটেলের একটি ঘরে বসবাস করতেন। হোটেলের এক কর্মী জানান, গতকাল রাত্রি ১১টা নাগাদ অন্য দিনের মতোই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলেন সুব্রতবাবু।
কিন্তু শনিবার সকাল ৫টা নাগাদ ওই কর্মী তাঁকে ডাকতে গিয়ে কোনও সাড়া পাননি। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তখনই সন্দেহ হওয়ায় পাশের হোটেলের কর্মীকে খবর দেন। তাঁরা এসে ঘরের কাঁচের জানালা ভেঙে ভেতরে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুব্রত বাবুর মৃতদেহ দেখতে পান।
এরপরেই খবর পেয়ে দিঘা থানার পুলিশ এসে ব্যবসায়ীর মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। মৃতের পরিবারকে খবর পাঠানোর পাশাপাশি দেহটি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারনে এই মৃত্যু তা ময়না তদন্তের রিপোর্ট এলেই প্রকাশ্যে আসবে বলে জানিয়েছে পুলিশ।