চন্দন বারিক, দিঘা : ক্রমেই ঘনিভূত হচ্ছে ঘন কালো মেঘ। এরই পাশাপাশি অমাবস্যার ভরা কোটালে ফুলে উঠছে সমুদ্রের জল। জাওয়াদের প্রভাব এখনও সেভাবে দেখা না গেলেও সমুদ্র যে উত্তাল হয়ে উঠবে তা নিয়ে অনেকটাই নিশ্চিত আবহাওয়াবিদেরা। এখনও পর্যন্ত দিঘা তটে হাওয়ার গতিতে বিশেষ পরিবর্তন দেখা না দিলেও সমূদ্রের জলোচ্ছ্বাসের সম্ভাবনা প্রবল।
এই কারনেই দিঘা সহ মন্দারমনি, তাজপুর, শংকরপুর সর্বত্রই সমুদ্র পাড় থেকে সরিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদের। দিঘা সমুদ্র তটে পর্যটক সহ স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করে দেন বিপর্যয় মোকাবিলা বাহিনী। কেউ যেন নজর এড়িয়ে জলে না নামেন সে বিষয়েই সাবধান করে দেওয়া হচ্ছে সকলকে।
আরও পড়ুন : জাওয়াদের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশে ঝিরঝিরে বৃষ্টি দিঘায়। সমুদ্র পাড়ে শুরু হয়েছে কড়া নজরদারী !
বিপর্যয় মোকাবিলা বাহিনীর সেকেন্ড ব্যাটেলিয়ানের ইন্সপেক্টর এম কলাইরাশন জানান, “সকাল থেকে দিঘায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বাতাসের গতিবেগও বাড়ছে। গতকাল থেকে আজ টানা সচেতন করে দেওয়া হচ্ছে এলাকাবাসীর। দিঘায় থাকা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বারেবারে সতর্ক করে দেওয়া হচ্ছে কোনও ভাবেই যে সমূদ্রের ধারে না যান। তবে যে কোনও রকম পরিস্থিতির মোকাবিলায় NDRF তৈরি বলেই জানিয়েছেন তিনি।