চন্দন বারিক, দিঘা : সমূদ্র স্নানে নেমে আচমকাই অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে উদ্ধার করে তাঁর প্রাণ বাঁচাল দিঘা থানার পুলিশ। বর্ধমানের কালনা থেকে ঘুরতে আসা বছর পঞ্চান্নর পর্যটক সুখী মান্ডি এদিন নিউ দিঘার হলিডে হোমের ঘাটে পরিবারের সদস্যদের সঙ্গে স্নানে নেমেছিল। সেই সময় রোদের তাপে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি। ঘটনাটি জানতে পেরেই কর্তব্য রত পুলিশ কর্মীরা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, সময় মতো মহিলার চিকিৎসা শুরু না হলে তাঁর প্রাণ সংশয় হতে পারত। এর আগেও দিঘায় বেড়াতে এসে একই ভাবে অনেক পর্যটক অসুস্থ হয়েছেন। প্রখর রোদে বয়স্কদের এই সমস্যার মধ্যে পড়তে হয়। বেশ কয়েকজন প্রাণও হারিয়েছেন। তবে আজ পুলিশের তৎপরতায় মহিলা বিপদ থেকে রেহাই পেলেন।
পুলিশ জানিয়েছে, আজ ভোরের দিকে বর্ধমানের কালনা থেকে একটি বাসে করে ৪৫ জন পর্যটকের দলটি দিঘায় বেড়াতে আসে। নিউ দিঘার হলিডে হোমে বাস থেকে নেমে সবাই স্নান করতে যায়। দীর্ঘ পথ গাড়িতে যাত্রা করে এসে চড়া রোদে সমূ্দে নেমেই মহিলা অসুস্থ হয়ে পড়েন। তবে পুলিশের মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেয়ে পর্যটকরা অত্যন্ত খুশী।