দিঘা, পূর্ব মেদিনীপুর : সমূদ্রের ঢেউয়ে দোল খেতে খেতেই দিঘার পাথুরে তটে উঠে এল আস্ত একটি ডলফিন। আর জ্যান্ত সেই ডলফিনকে হাতের নাগালে পেয়ে সেলফি তোলার জন্য ঝাঁপিয়ে পড়লেন পর্যটকরা। রবিবার ছুটির দিন এমনই ঘটনার সাক্ষী থাকল পর্যটন শহর। তবে পর্যটকদের এই দাপাদাপিতে আহত ডলফিনটির প্রাণান্তকর অবস্থা হয়ে যায়। শেষ পর্যন্ত কিছু পর্যটক ও স্থানীয় যুবকের সহায়তায় মাছটি আবারও সমূদ্রে ফিরে গিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেল নাগাদ জলের তোড়ে মাছটি ওল্ড দিঘার সমূদ্র তটে ভেসে ওঠে। সমূদ্র তটে থাকা পাথর ও বোল্ডারে ধাক্কা খেয়ে মাছটির লেজের দিক আঘাত প্রাপ্ত হয়। রক্তে ভেসে যায় চারিদিক। ঘটনাটি নজরে আসতেই ছুটে আসেন পর্যটকরা। এমন জ্যান্ত ডলফিনকে হাতের কাছে পেয়ে অনেকেই সেলফি তুলতে ঝাঁপিয়ে পড়েন। প্রচুর পর্যটক মাছটিকে ঘিরে ধরে।
তবে সহৃদয় অনেক পর্যটকই মাছটিকে দ্রুত জলে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। তবে মাছটি আহত ও দুর্বল হওয়ায় ঢেউয়ের ধাক্কায় আবারও পাড়ের দিকেই ফিরে আসে। এরপরেই পর্যটকদের পাশাপাশি স্থানীয় কয়েকজন যুবক উদ্যোগ নিয়ে মাছটিকে রীতিমতো কোলে তুলে নিয়ে সমূদ্রের অনেকটা গভীরে নিয়ে গিয়ে জলে ছেড়ে দেয়। তবে রবিবাসরীয় ছুটিতে হাতের নাগালে এমন জ্যান্ত ডলফিনের সাক্ষাৎ পাওয়া বাড়তি পাওনা বলেই পর্যটকদের মত।